ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

হিলিতে বসুন্ধরা শুভসংঘের খাদ্য পেয়ে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোনের মা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, জুলাই ৩০, ২০২৫
হিলিতে বসুন্ধরা শুভসংঘের খাদ্য পেয়ে কাঁদলেন বাকপ্রতিবন্ধী ভাইবোনের মা

দিনাজপুরের হিলিতে বাকপ্রতিবন্ধী ভাই-বোন সেলিম হোসেন ও রুমানা খাতুনকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সদস্যরা।  

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর (হিলি) শাখার আয়োজনে পৌর শহরের ১ নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে বাকপ্রতিবন্ধী ভাই-বোনের মায়ের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন শুভসংঘের বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের হিলি প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সহসভাপতি নাহিদ, মুজাহিদ প্রধান মাসুম,সাধারণ সম্পাদক মোছা. খাদিজা আক্তার জুই, সহ-সাংগঠনিক সম্পাদক রীতি রানী সূত্রধর ও নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু।  

প্রতিবন্ধী ছেলে-মেয়ের বৃদ্ধা মা মোছা. খালেদা বেগম বলেন, ‘আমার দুই প্রতিবন্ধী ছেলে-মেয়েকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য এবং নিজের একটু বাসস্থানের ব্যবস্থার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে কিছুই পাইনি।

আমার স্বামী বৃদ্ধ মানুষ, তেমন কোন কাজ করতে পারে না। তাই ছেলে-মেয়েকে তেমন ভালো মন্দ খাওয়াতে পারি না। আমাদের নিজস্ব জায়গা জমি নেই। অন্যের কাছে একটি ঘর চার শত টাকা মাস দিয়ে ভাড়া নিয়েছি।

আমাদের মৃত্যুর পর আমাদের মতো অসহায়ের দুই প্রতিবন্ধী ছেলে-মেয়ের কী হবে। সেই চিন্তায় রাতে ঘুম হয় না। আজ বসুন্ধরা শুভসংঘ আমাদের মত অসহায়দের পাশে দাঁড়িয়েছে। ’ এ সময় কথা বলতে বলতে বৃদ্ধা মা কান্নায় ভেঙে পড়েন।

প্রতিবন্ধী ছেলে মেয়ের বৃদ্ধ বাবা শাহাজান আলী বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে এ জন্য আমরা ‍কৃতজ্ঞ। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বসুন্ধরা শুভসংঘের সকলের জন্য দোয়া করব। ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ