জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী উদ্যোগে এতিম শিশুদের জন্য সকালের নাস্তার আয়োজন করে এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার খাঁড়িতা গ্রামের খাঁড়িতা-খড়িকাটা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত এই উদ্যোগে প্রায় ৪০ জন এতিম শিশু অংশ নেয়।
সকালবেলার নির্মল পরিবেশে শুভসংঘের সদস্যরা নিজ হাতে শিশুদের মাঝে নাশতা পরিবেশন করেন। তাদের চোখে-মুখে ফুটে ওঠা প্রশান্তির ছোঁয়া এ আয়োজনের তাৎপর্যকে বর্ণিল করে তোলে। শুধুমাত্র আহার নয়, বরং এটি ছিল ভালোবাসা, সম্মান ও সামাজিক দায়িত্ববোধের এক আন্তরিক বহিঃপ্রকাশ।
এতিমখানার প্রধান মো. মাহবুব হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের ন্যায়সংগত ও মানবিক কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এতিম শিশুদের মাঝে এক বেলার খাবার বিতরণ যেন তাদের হৃদয়ে আশা ও আত্মবিশ্বাসের আলো জ্বালিয়েছে। ’
বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি একটি ছোট পদক্ষেপও বড় পরিবর্তনের জন্ম দিতে পারে। আমাদের এই উদ্যোগ অন্যদেরও অনুরূপ কাজ করতে উৎসাহ দেবে। ’
আয়োজনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজিবুল ইসলাম পাভেল, প্রচার সম্পাদক আরমান হোসেন, কার্যকরী সদস্য মেহেদী হাসান, আল আমিন, গোলজার হোসেন, আবু হোসেনসহ অন্যান্য শুভসংঘ সদস্যরা।
এই আয়োজনটি প্রমাণ করে মানবিকতার অভাবনীয় শক্তি দিয়ে ছোট ছোট প্রয়াসও সমাজে আশার আলো ছড়িয়ে দিতে পারে।
বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রেরণাদায়ক উদাহরণ, যা অনুকরণযোগ্য হয়ে থাকবে আগামী দিনগুলোর জন্য।