ময়মনসিংহ: বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার আয়োজনে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রাণবন্ত ও জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া এ ম্যাচ ঘিরে পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের বিপুল উৎসাহ ও উচ্ছ্বাস।
আয়োজনে প্রধান তত্ত্বাবধানে ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বসুন্ধরা শুভসংঘের সম্মানিত উপদেষ্টা আলীনূর খান। ম্যাচটির সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি জাহিদুজ্জামান শিহাব।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপদেষ্টা মাজারুল ইসলাম মিশু, সৈয়দ নাফিউল হাসান মুবিন, সহসভাপতি আবু সাঈদ, মো. মেহেদী হাসান, আব্দুল্লাহ্ আল মামুন, নবী হোসেন, এ এইচ তানিম, মো. সাগর আহমেদ, অর্ঘ্য ভৌমিক, তানভীর আহমেদ তারিফ, এস এইচ জামান, আশরাফুল ইসলাম জিহাদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নাহিদ আহমেদ নিশাত, সদস্য পিয়াস হাসান, মো. শাহ আলম জীবন, আল শাহরিয়া বিবেক, আবির হাসান অমি, মাহফুজুর রহমান রাজ, মো. জনি শেখ, সীমান্ত সরকার, এবং মোহাম্মদ আলী।
উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন ম্যাচটি আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য হলো শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে একটি সুস্থ, সচেতন ও গঠনমূলক প্রজন্ম গড়ে তোলা।
নাহিদ আহমেদ নিশাতের অধিনায়কত্বে
ব্যঞ্জনা সাদা দলের খেলোয়াড় ছিলেন
সৈয়দ মুবিন, পিয়াস হাসান, মো. শাহ আলম জীবন, আল শাহরিয়া বিবেক, আব্দুল্লাহ আল মামুন, আবির হাসান অমি, মাহফুজুর রহমান রাজ, মো. জনি শেখ, সীমান্ত সরকার ও মোহাম্মদ আলী।
জিহাদুজ্জামান শিহাবের অধিনায়কত্বে ব্যঞ্জনা কালো দলের খেলোয়াড় ছিলেন আবু সাঈদ, মো. মেহেদী হাসান, আব্দুল্লাহ্ আল মামুন, নবী হোসেন, এ এইচ তানিম, মো. সাগর আহমেদ, অর্ঘ্য ভৌমিক, তানভীর আহমেদ তারিফ, এস এইচ জামান ও আশরাফুল ইসলাম জিহাদ।
নির্ধারিত সময়ের খেলায় ব্যঞ্জনা সাদা দলের পিয়াস ও ব্যঞ্জনা কালো দলের সাঈদ ১টি করে গোল দেন। পরে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। ট্রাইবেকারে ব্যঞ্জনা কালো দল ২-১ গোলের ব্যবধানে ব্যঞ্জনা সাদা দলকে হারিয়ে ম্যাচে জয় লাভ করে।
খেলোয়াড়দের সুস্থতা ও কর্মক্ষমতা ধরে রাখতে সংগঠনের পক্ষ থেকে ছিল পানি, গ্লুকোজ, স্যালাইন এবং নাস্তার সুব্যবস্থা।
এমন ব্যতিক্রমধর্মী আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের শারীরিক ও মানসিকভাবে সচেতন করে তুলবে বলে জানান আমন্ত্রিত অতিথি ও আয়োজকরা।
এসআই