ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইমরানুরের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিলেন জহিরও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
ইমরানুরের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিলেন জহিরও

গতকাল এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আশা জাগিয়েছিলেন ইমরানুর রহমান। কিন্তু সেমিতে গিয়ে থামল তার পথচলা।

একই পথে হেঁটেছেন জহির রায়হানও। ২০০ মিটারের ফাইনালে শেষ পর্যন্ত করতে পারলেন না কোয়ালিফাই।

শনিবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে হিটে ২১.৬৭ সেকেন্ড টাইমিং করেছিলেন জহির। নিজের হিটে চতুর্থ এবং সব মিলিয়ে ২০তম স্থানে থেকে উঠেছিলেন সেমিফাইনালে। এই পর্বে এসে তিনি দৌড় শেষ করেন ২১.৬৯ সেকেন্ড সময় নিয়ে। যা ২৪ প্রতিযোগীর মধ্যে ২০তম। ফাইনালে ওঠা আট প্রতিযোগীর মধ্যে সবশেষ জন সৌদি আরবের মোহাম্মেদ ফাহহাদ; তার টাইমিং ২০.৯৯ সেকেন্ড।  

এর আগে গতকাল অল্পের জন্য ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হন ইমরানুর। সেমিফাইনালের তৃতীয় হিটে ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে চতুর্থ এবং সব মিলিয়ে একাদশ স্থানে থেকে আসর শেষ করেন বাংলাদেশের দ্রুততম মানব।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।