ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

খেলা

ছয় মাসেই শেষ জোকোভিচ-মারে জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, মে ১৩, ২০২৫
ছয় মাসেই শেষ জোকোভিচ-মারে জুটি ছবি: সংগৃহীত

নোভাক জেকোভিচের কোচ হিসেবে অ্যান্ডি মারে যোগ দেওয়ার বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছিল টেনিস দুনিয়ায়। দুই মহাতারকার এই বন্ধনকে বাকিরাও দেখেছেন ভালো চোখে।

কিন্তু এটি টিকলো না বেশিদিন। ৬ মাসেই ভেঙে গেল জুটিটি।

পারস্পরিক সিদ্ধান্তে আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত মারের প্রতিনিধি। বিবৃতিতে মারে বলেন, ‘নোভাকের (জোকোভিচ) সঙ্গে কাজ করার এই দারুণ সুযোগের জন্য তাকে ধন্যবাদ। গত ছয় মাস ধরে তার টিম যেভাবে কষ্ট করছে, সেজন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা। বাকি সিজনের জন্য নোভাককে (জোকোভিচ) শুভকামনা জানাই। ’

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মারেকে ধন্যবাদ জানিয়েছেন জোকোভিচও। তিনি লিখেন, ‘গত ছয় মাস ধরে কোর্ট আর কোর্টের বাইরের পরিশ্রম, আনন্দ আর যে সমর্থন পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। আমি আসলেই নিজেদের বন্ধুত্ব আরও গভীর করতে পেরে উচ্ছসিত। ’

গত নভেম্বরে অস্ট্রেলিয়ান ওপেনের আগে মারেকে কোচ হিসেবে নিয়োগ দেন জোকোভিচ। তার কোচিংয়ে আসরের সেমিফাইনালে কোয়ালিফাই করে সার্বিয়ান এই তারকা। কিন্তু পায়ের চোটের কারণে পরে সরে দাঁড়ান তিনি। মূলত এই মৌসুমটাই ভালো কাটছে না তার। সবমিলিয়ে পাঁচ টুর্নামেন্টের চারটিতেই হেরেছেন প্রথম ম্যাচে। এছাড়া মায়ামি ওপেনের ফাইনাল থেকেও বিদায় হয়েছে তার।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।