ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চট্টগ্রামে ৩৯তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
চট্টগ্রামে ৩৯তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আজ (২২ জুলাই) শুরু হয়েছে ৩৯তম জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। চট্টগ্রাম রাইফেলস ক্লাবে এবারের আসর আয়োজিত হচ্ছে।

এবারের প্রতিযোগিতায় পাঁচটি বিভাগ, ২৮টি জেলা, তিনটি সার্ভিসেস ও একটি বিশ্ববিদ্যালয় দল অংশ নিয়েছে। পাঁচটি বিভাগ হচ্ছে খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও সিলেট। সার্ভিসেস দল থেকে অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রতিদ্বন্দ্বিতা করছে।  

মোট ২৩০ জন খেলোয়াড় ৩৯তম জাতীয় চ্যাম্পিয়নশিপ অংশ নিয়েছে। এর মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন, বালক ৪৬ জন ও বালিকা ২৮ জন। প্রতিযোগিতা হচ্ছে পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক, মহিলা একক, পুরুষ দ্বৈত, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত, বালক অনূর্ধ্ব-১৮ একক ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক ইভেন্টে।  

৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে আর্থিক পৃষ্ঠপোষকতা করছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা , ইউ সি বি ব্যাংক ও পোলার আইসক্রীম। প্রতিযোগিতা শেষ হবে ২৯ জুলাই।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।