ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এমবাপ্পেকে রিয়ালে দেখতে চান আলকারাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৩
এমবাপ্পেকে রিয়ালে দেখতে চান আলকারাস

টেনিসে এখন তারই রাজ চলছে। কিছুদিন আগে জিতেছেন উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম।

র‍্যাংকিংয়ের সিংহাসনটাও তার দখলে। টেনিস কোর্টে ব্যস্ততা থাকলেও ফুটবল ঠিকই অনুসরণ করেন কার্লোস আলকারাস। মাদ্রিদের ছেলে হওয়ায় রিয়াল মাদ্রিদ তার হৃদয়ের খুবই কাছে। অন্যসব রিয়াল ভক্তদের মতো তিনিও সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিজের প্রিয় ক্লাবে দেখতে চান।

এমবাপ্পের দলবদল নিয়ে এই মুহূর্তে বেশ জলঘোলা হচ্ছে। বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে নতুন করে কোনো চুক্তি করতে চান না এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। তাই ২০২৪ সালেই পিএসজি ছাড়বেন তিনি। তবে পিএসজি তাকে এবারের দলবদলেই বিক্রি করে দিতে চায়। ফরাসি ক্লাবটি বিশ্বাস করে, আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দেবেন এমবাপ্পে। কিন্তু কোনোভাবেই তাকে বিনামূল্যে ছেড়ে দিতে নারাজ পিএসজি। পুরো ফুটবল বিশ্বই এখন এই ইস্যুতে তাকিয়ে আছে।

তাই এমবাপ্পের দলবদল প্রসঙ্গ উঠে আসে টেনিসেও। আলকারাস বলেন, ‘মাদ্রিদের সকল ভক্ত এমবাপ্পেকে মাদ্রিদে দেখতে চায়। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়, সবাই তাকে দলে পেতে চাইবে। এমবাপ্পে মাদ্রিদে- এই মিমগুলো আমাকে হাসায়। আশা করি এমন সংবাদ পড়ব যে, এমবাপ্পে মাদ্রিদে আসছে। এমনটা হলে আমারও ভালো লাগবে। ’

আলকারাসের টেনিস আদর্শ রাফায়েল নাদালও রিয়াল ভক্ত। দুজনের মধ্যে আরো অনেক কিছুরই মিল খুঁজে পাওয়া যায়। তাই তো নাদালের উত্তরসূরি হিসেবে ভাবা হয় আলকারাসকে। এই মুহূর্তে কানাডায় টরন্টো মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।