ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশ্ব অ্যাথলেটিকসে দ্রুততম মানবী শা’ক্যারি রিচার্ডসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
বিশ্ব অ্যাথলেটিকসে দ্রুততম মানবী শা’ক্যারি রিচার্ডসন

দ্রুততম মানবের মতো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবীর খেতাবটাও যুক্তরাষ্ট্রের দখলে। যদিও সেটা বেশ চমকেই দিয়েছে।

কেননা ফেভারিট হিসেবেই ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নেমেছিলেন আসরে পাঁচবারের স্বর্ণ জয়ী জ্যামাইকান অ্যাথলেট শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। ছিলেন আরেক জ্যামাইকান শেরিকা জ্যাকসনও। কিন্তু তাদের পেছনে ফেলে বুদাপেস্টে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবী হন ২৩ বছর বয়সী শা’ক্যারি রিচার্ডসন।

দৌড় শুরু হওয়ার পর অর্ধেকটা পথ এগিয়ে থেকেই শেষ করেন শেরিকা জ্যাকসন। কিন্তু এরপরই বাজিমাত করেন রিচার্ডসন। ৯ নম্বর লেন থেকে দৌড় শুরু করা এই অ্যাথলেট জ্যাকসনকে ০.০৭ সেকেন্ডে পেছনে ফেলে ফিনিশিং লাইন স্পর্শ করেন। নিজের ক্যারিয়ারসেরা দৌড় শেষ করেন ১০.৬৫ সেকেন্ডে। ১০.৭২ সেকেন্ড নিয়ে জ্যাকসন দ্বিতীয় ও ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন ফ্রেজার-প্রাইস।  

এবারের আসরে খুব একটা আলোচনাতেও ছিলেন না রিচার্ডসন। ক্যারিয়ারের শুরুতেই বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। গাঁজা সেবনের কারণে দুই বছর আগে অংশ নিতে পারেননি টোকিও অলিম্পিকে। মায়ের মৃত্যুতে এতোটাই ভেঙে পড়েছিলেন যে, সঙ্গ দোষে মাদকের পথে ঝুঁকে যান। সেজন্য এক মাসের নিষেধাজ্ঞাও পেয়েছেন এই অ্যাথলেট। তবে এবারের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ তার পরিচয়টাই বদলে দিল।

দ্রুততম মানবী হয়ে রিচার্ডসন, ‘আমি এখানে, আমিই চ্যাম্পিয়ন। আপনাদের সবাইকে তো আগেই বলেছিলাম। এটা প্রত্যাবর্তন নয়, আমি আগের চেয়ে আরও ভালো হয়েছি!’

এদিকে এর আগে আসরে দ্রুততম মানব হয়েছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।