ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

খেলা

মালয়েশিয়ায় রুপা জিতলেন রিতু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
মালয়েশিয়ায় রুপা জিতলেন রিতু

মালয়েশিয়ান ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন রিতু আক্তার। হাইজাম্পে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের রেকর্ডধারী এই অ্যাথলেট।

সবশেষ জাতীয় অ্যাথলেটে রিতু লাফিয়েছিলেন ১.৭৬ মিটার। তবে মালয়েশিয়ায় নিজেকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি। হাইজাম্পে ১০ দেশের ১৫ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। যেখানে রিতু ১.৭৫ মিটার লাফিয়ে রুপা জিতেছেন।  

এবারের টুর্নামেন্টে ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে আজ খেলবেন বাংলাদেশের জহির রায়হান। তৃতীয় হিটে ২২.২৬ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।  

এশিয়ান ইনডোর গেমসে ব্রোঞ্জজয়ী হাইজাম্পার মাহফুজুর রহমানও অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। তার ইভেন্ট হবে আগামীকাল। সবমিলিয়ে বাংলাদেশের মোট ৭ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন মালয়েশিয়ার এই প্রতিযোগিতায়।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।