ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

বিসিবি নির্বাচনে সরকারের প্রার্থী নেই: ক্রীড়া উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, সেপ্টেম্বর ৯, ২০২৫
বিসিবি নির্বাচনে সরকারের প্রার্থী নেই: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আগামী নির্বাচনে সরকারের কোনো প্রার্থী নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেছেন, “আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল—দুজনই আমাদের ক্রিকেটের লিজেন্ড।

তারা প্রমাণিত দক্ষ ক্রিকেট ব্যক্তিত্ব। এবারই প্রথম রাজনীতির বাইরে থেকে দুই সাবেক তারকা বিসিবির সর্বোচ্চ পদে লড়াই করছেন। এটি দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা। ”

সোমবার (৮ সেপ্টেম্বর) সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি ও সাবেক ক্রীড়া সাংবাদিক আবুল কালাম আজাদ মজুমদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের সচিব কাজী নজরুল ইসলাম।

সভার শুরুতেই ক্রীড়া সাংবাদিকদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল এবং ক্রিকেট তারকা তামিম ইকবাল অক্টোবরে নির্বাচনে লড়বেন বলে ঘোষণা দেওয়ায় ভোটের মাঠে উত্তাপ বাড়ছে।

ক্রীড়া উপদেষ্টা শুরুতেই জোর দিয়ে বলেন, “সরকার কারও পক্ষে নেই। দুজনই যোগ্য প্রার্থী, তাই তাদের প্রতিদ্বন্দ্বিতা ক্রীড়াঙ্গনের জন্য শুভ সংবাদ। ”

সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “আমি আজ এখানে বর্তমান সভাপতি হিসেবে কী করেছি এবং কী করছি, তা জানাতে এসেছি। সামনের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না, এটি সঠিক জায়গা নয়। ”

এফবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।