ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

খেলা

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতির পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, অক্টোবর ২, ২০২৪
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতির পদত্যাগ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

ফুটবল, ক্রিকেট ছাড়া অন্য সকল ফেডারেশনের সভাপতি সরকার থেকে মনোনীত হন।

দেশের অন্যতম শীর্ষ ক্রীড়া সংগঠন বিওএ সভাপতি অবশ্য নির্বাচিত। এ পদে সেনাপ্রধান দায়িত্ব পালন করেন।

বিওএ নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। বর্তমান কমিটির আরো এক বছরের বেশি সময় রয়েছে। সেনাপ্রধান হিসেবে অবসর গ্রহণের পর বিওএ সভাপতি পদত্যাগ করেন। পরবর্তীতে বর্তমান সেনাপ্রধান নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। এবারও সেই রীতি অনুযায়ী সভাপতি থেকে পদত্যাগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।  

উল্লেখ্য, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন ১৫ সেপ্টেম্বর। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ভবনে সেই চিঠি গতকাল এসে পৌঁছেছে। আজ সকালে সেই পত্র পেয়েছেন বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামছুল আলম খান (অব.)।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।