ঢাকা, রবিবার, ৬ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

খেলা

বড় হারে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন অনিশ্চিত

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
বড় হারে বাংলাদেশের বিশ্বকাপের স্বপ্ন অনিশ্চিত

পাকিস্তানের কাছে বড় হারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপ এর স্বপ্ন মলিন হয়ে গেছে। প্রথম তিন ম্যাচে জয় নিয়ে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ।

এরপর ওয়েস্টইন্ডিজ এর কাছে হার, তবে আজ পাকিস্তানের বিপক্ষে দাড়াতেই পারেনি টাইগ্রেসরা। লাহোরে আজ (শনিবার) বাংলাদেশকে ৬২ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান নারী দল। ফলে তারা ৫ ম্যাচের সবকটি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে তোলে ১৭৮ রান। জবাবে মুনিয়া আলী এবং আলিয়া রিয়াজের জোড়া অর্ধশতক পাকিস্তানকে এনে দিয়েছে সহজ জয়। পাকিস্তানের বিপক্ষে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে এসেছে ০.৬৪–এ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট এখন -০.২৮। থাইল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ান নারীরা যদি বড় ব্যবধানে জয় না পায়, তবেই কেবল বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশের মেয়েরা।  

লক্ষ্য তাড়ায় পাকিস্তান ব্যাট করতে নামলে শুরুতেই শাওয়াল জুলফিকারকে (২) মারুফা আক্তার এলবিডব্লিউ করে ফেরালেও এরপর আর লড়াই করতে পারেনি বাংলাদেশ। সিদরা আমিন ৩৭ করে হন রাবেয়া খানের শিকার। ৬৯ করা মুনিবা আলিকে ফেরান নাহিদা আক্তার। তবে ততক্ষণে জয় বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। আলিয়া রিয়াজ ৪৮ আর নাতালিয়া পারভেজ অপরাজিত ১৩ রান করে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৩৯.৪ ওভারে জয় নিশ্চিত হয় পাকিস্তানের।

এআর আগে  টস জিতে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ১৭৮ রান।
 
তৃতীয় ওভারে ফারজানা হককে হারিয়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। অভিজ্ঞ এই ওপেনার ফেরেন শূন্য রানে।

আরেক ওপেনার দিলারাও ভালো করতে পারেননি। ১৩ রানে উইকেট হারান তিনি। ব্যাট হাতে ব্যর্থ হন নিগার সুলতানাও। টাইগ্রেস অধিনায়কের ব্যাট থেকে আসে স্রেফ ১ রান। চতুর্থ উইকেটে জুটি গড়েন শারমিন ও রিতু মনি। দুজনে যোগ করেন ৪৪ রান।  

শারমিন ২৪ রানে ফিরলে ভেঙে যায় এই জুটি। এরপর নাহিদার সঙ্গে ফের ৪৪ রানের জুটি গড়েন রিতু। তবে ফিফটির আগেই উইকেট বিলিয়ে দেন তিনি। ৪৮ রানে হারান উইকেট। আর নাহিদার ব্যাট থেকে আসে ১৯ রান। শেষদিকে লড়ে যান ফাহিমা খাতুন। তাকে সঙ্গ দিতে এসে বাকিরা দ্রুত উইকেট হারালেও তিনি থেকে যান অপরাজিত। ৫৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন এই ব্যাটার।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।