ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

যুব এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জুলাই ১৩, ২০২৫
যুব এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা সংগৃহীত ছবি

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ নারী হকির এশিয়া কাপে অংশ নিয়েই পদক জিতেছে বাংলাদেশ নারী হকি দল। কাজাখস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে নারী হকি দল।

 

রোববার (১৩ জুলাই) চীনের দাজহুতে আইরিন আক্তারের হ্যাটট্রিকে কাজাখস্তানকে ৬-২ গোলে হারিয়ে এই পদক অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। হ্যাটট্রিক করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন আক্তার।

মেয়েদের মতো পদক জয়ের সুযোগ ছিল ছেলেদের সামনেও। তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-২ গোলে হেরেছে পুরুষ হকি দল। এর আগে হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি সেমিফাইনালে জাপানের কাছে ৬–৪ গোলে হারে।  

এশিয়া কাপে অবশ্য মেয়েদের শুরুটা ভালো ছিল না। গ্রুপের প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে হার। তবে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় মেয়েরা। এরপর একই ব্যবধানে হংকংকে হারিয়ে জায়গা করে নেয় শেষ চারে। ‎ফাইনালে ওঠার পথে প্রথমে চীনের কাছে ৯-০ গোলে হার।

৯ মিনিটে পিছিয়ে পড়া বাংলাদেশকে ১২ মিনিটে সমতায় ফেরান আইরিন। ১৮ থেকে ২০ এই দুই মিনিটে আরও দুই গোল করে দলের স্কোরলাইন ৩-১ করে ফেলেন তিনি। ৩৫ মিনিটে বাংলাদেশকে চতুর্থ গোল উপহার দেন অধিনায়ক শারিকা রিমন। বাকি দুই গোলের একটি করেন কণা আক্তার, অপরটি রিয়াশা রিশি। ৫৯ মিনিটে কাজাখস্তান এক গোল শোধ করলেও সেটি শুধুই ব্যবধান কমিয়েছে।  

নারী দলের তুলনায় এই টুর্নামেন্টে প্রত্যাশা একটু বেশি ছিল বালক দল নিয়ে। বালক দল ফলাফলে নারীদের চেয়ে পেছনে। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বালক দল ২-৫ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরেছে। যদিও খেলায় ২-২ গোলে সমতা ছিল তৃতীয় কোয়ার্টার পর্যন্ত। দুই দফা বাংলাদেশ পিছিয়ে পড়ে সমতা আনে।  

শেষ কোয়ার্টারে তিন গোল করে তৃতীয় স্থান অর্জন করে মালয়েশিয়া। সেমিফাইনালেও বাংলাদেশ বালক দল জাপানের বিপক্ষে এগিয়ে থেকে শেষ কোয়ার্টারে গোল হজম করে হেরেছিল।  

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।