ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

খেলা

শান্তর কণ্ঠে নতুন কিছুর প্রত্যয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
শান্তর কণ্ঠে নতুন কিছুর প্রত্যয়

সিলেট: আগামীকাল সিলেটে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। পাঁচ মাস পর আবার সাদা পোশাকে নামছে টাইগাররা।

প্রতিপক্ষ নিয়ে না ভেবে দীর্ঘমেয়াদে টেস্ট সংস্কৃতি গড়ে তুলতে চান নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শনিবার (১৯ এপ্রিল) সিলেটে এক সংবাদ সম্মেলনে অংশ নেন টাইগার অধিনায়ক। সেখানে নিজেরা কতটা প্রস্তুত সে কথা জানানোর পাশাপাশি ভালো উইকেটের প্রত্যাশাও করেন তিনি।

আগেও প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামার কথা বলেছিলেন শান্ত। তবে আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজ নিয়ে এবার কিছুটা ভিন্ন ইঙ্গিত দিয়ে বলেন,
‘আমি অধিনায়ক হিসেবে মনে করি, প্রতিটি ম্যাচ আমরা জয়ের জন্যই খেলি। এখানে সেলফ ক্রিকেট খেলার ইচ্ছা আমাদের কারও নেই। আমি যা বললাম, নতুন কিছু আমরা চেষ্টা করব এবং সেটি শুরু হবে আগামীকাল থেকেই। আমার মনে হয়, এই পরিবর্তনের জন্য যেভাবে মানসিকতা ও প্রস্তুতি থাকা দরকার, সেসব খেলোয়াড়রা নিচ্ছে। ’

শান্ত আরও বলেন,
‘আমার মনে হয়, প্রস্তুতি খুব ভালো হয়েছে। সুবিধাগুলো অনুযায়ী উইকেটগুলোও ভালো ছিল। আমরা যেমন উইকেটে অনুশীলন করতে চেয়েছি, সেভাবেই সুযোগ পেয়েছি। মাঠের দায়িত্বে যারা আছেন, তাদের ধন্যবাদ জানাতে হবে। আমি আশা করি, ম্যাচেও এ ধরনের উইকেট পাব। আলহামদুলিল্লাহ, সবাই খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পেরেছে। ’

বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই দশকের বেশি সময় ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে লেগেছিল চার বছরেরও বেশি। এই দীর্ঘ পথচলায় বড় দলের বিপক্ষে sporadic সাফল্য ছাড়া টেস্টে বাংলাদেশের অর্জন খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দলকে হারানোর কৃতিত্ব থাকলেও তা এসেছে অনেক ব্যবধানে ছড়ানো কিছু ম্যাচে।

এই প্রেক্ষাপটে, দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ধারাবাহিক সাফল্যের পথ তৈরি করতে চান অধিনায়ক শান্ত।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।