ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

খেলা

নাদাল থেকে ইয়ামাল: খেলাধুলার ‘অস্কার’ জিতলেন যারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
নাদাল থেকে ইয়ামাল: খেলাধুলার ‘অস্কার’ জিতলেন যারা সংগৃহীত ছবি

মাদ্রিদের সিবেলেস প্যালেসে অনুষ্ঠিত হলো লরিয়াস অ্যাওয়ার্ডসের ২৫তম আসর—যেটিকে অনেকে বলেন "খেলাধুলার অস্কার"। এই বিশেষ রাতেই বছরের সেরা ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃতি পেলেন মার্কিন জিমন্যাস্ট সিমোন বাইলস এবং সুইডিশ পোল ভল্টার আরম্যান্ড ডুপ্লান্টিস।

 

সেরা দল নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ, উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন বার্সেলোনার লামিন ইয়ামাল, আর "স্পোর্টস আইকন" হিসেবে সম্মানিত হয়েছেন স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল।

এই অনুষ্ঠানটি শুধু পুরস্কার বিতরণের মুহূর্ত নয়, বরং ক্রীড়াবিদদের জীবনের গল্প, সংগ্রাম আর অনুপ্রেরণার উদযাপন। স্মরণ করা হয়েছিল নেলসন ম্যান্ডেলার সেই ঐতিহাসিক বাণীও: "খেলাধুলার ক্ষমতা আছে পৃথিবীকে বদলে দেওয়ার। "

ডুপ্লান্টিসের বিনয় আর শ্রদ্ধা

প্রথমেই মঞ্চে ওঠেন ডুপ্লান্টিস, যিনি গত পাঁচ বছরে একাধিকবার নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছেন। তার হাতে পুরস্কার তুলে দেন নোভাক জোকোভিচ। পুরস্কার জিতে ডুপ্লান্টিস বলেন, “আমি আমার পরিবেশেরই ফসল। বাবা-মা আর পরিবারের জন্যই আজ আমি এখানে। ”

বাইলসের চতুর্থ শিরোপা

সিমোন বাইলস চতুর্থবারের মতো জিতলেন লরিয়াস অ্যাওয়ার্ড। লিন্ডসে ভনের হাত থেকে পুরস্কার নিতে নিতে তার চিরচেনা আত্মবিশ্বাস আর আবেগ মুগ্ধ করল উপস্থিত সবাইকে।

নাদালের উপস্থিতি

প্রথমে রিয়াল মাদ্রিদের হয়ে সেরা দলের পুরস্কার গ্রহণ করে তা তুলে দেন লুকা মদ্রিচ ও দানি কারভাহালের হাতে। এরপর তিনি নিজে মঞ্চে ফেরেন “স্পোর্টস আইকন” হিসেবে। সবার দাঁড়িয়ে দেওয়া করতালির মাঝে, বাইলস ও লরিয়াস একাডেমির প্রথম সভাপতি এডউইন মোসেসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। নাদাল বলেন, “অনেকেই আছেন, যাদের দেখে আমি বড় হয়েছি। তোমরাই আমার প্রেরণা। ”

না থেকেও আলোচনায় ছিলেন ইয়ামাল

১৬ বছর বয়সেই অসাধারণ পারফরম্যান্সের জন্য "সেরা উদীয়মান ক্রীড়াবিদ" হন বার্সেলোনার লামিন ইয়ামাল। যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তবুও সবার মুখে মুখে ছিল তার নাম।

সবার চোখ ভিজিয়ে দেন জিয়াং ইউয়াং

চীনের প্যারালিম্পিক সাঁতারু জিয়াং ইউয়াং, যিনি প্যারিসে সাতটি স্বর্ণপদক জিতেছেন, হলেন বছরের সেরা প্যারালিম্পিক ক্রীড়াবিদ। মাত্র তিন বছর বয়সে একটি দুর্ঘটনায় হারান নিজের ডান হাত ও পা। কিন্তু সেই বাধাকে তিনি পরিণত করেছেন শক্তিতে। তার বক্তব্য ছিল সবচেয়ে আবেগঘন: “যখন আমি সাঁতরাই, নিজেকে মুক্ত মনে হয়। যারা কোনোভাবে শারীরিকভাবে ভিন্ন—তাদের বলি, কেউ যেন তোমার পথ আটকে না দেয়। নিজেকে সীমাবদ্ধ ভাবো না। ”

এমনই ছিল লরিয়াস অ্যাওয়ার্ডস ২০২৫—জয়, ভালোবাসা, সংগ্রাম আর প্রেরণার গল্পে ভরা এক রাত, যেখানে খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, বরং মানবতার ভাষাও হয়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।