ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

খেলা

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ নারী কাবাডি দল

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ নারী কাবাডি দল

নেপালের ললিতপুরের সাতদোবাতোয় পাঁচ ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। প্রথম দুই ম্যাচে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে আজকের তৃতীয় ম্যাচে ২৬-২৩ পয়েন্টে দারুণ জয় তুলে নিয়ে সিরিজ জয়ের আশা টিকিয়ে রেখেছে তারা।

ভ্রমণজনিত ক্লান্তি ও মাঠের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণে প্রথম ম্যাচে ছন্দে ছিল না বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কিছুটা ঘুরে দাঁড়ালেও জয় হাতছাড়া হয় অল্পের জন্য। তবে আজ আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে। ম্যাচের প্রথম পয়েন্ট আসে রিভিউ সফল করে। এরপর শ্রাবণীর দুর্দান্ত এক সুপার রেইডে চারজন প্রতিপক্ষকে ছিটকে দিয়ে চার পয়েন্ট এনে দেয় বাংলাদেশকে।

প্রথমার্ধে পিছিয়ে থেকেও বাংলাদেশের মেয়েরা হার মানেনি। ১৫-১০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে পুরোপুরি বদলে যায় খেলার দৃশ্যপট। এক লোনাসহ দারুণ কয়েকটি রেইডে বাংলাদেশ পয়েন্টে এগিয়ে যায় এবং ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নিজেদের হাতে।

ম্যাচের শেষ দিকে উত্তেজনার পারদ চড়ে যায়। প্রতিপক্ষ নেপাল আক্রমণাত্মক খেলায় ফিরে আসে। খেলায় মাত্র দুই মিনিট বাকি থাকতে বাংলাদেশের অধিনায়ক শ্রাবণী মল্লিককে ধাক্কা দিয়ে ফেলে দেন নেপালের অধিনায়ক। বুকে আঘাত পেয়ে মাঠ ছাড়লেও কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে দলকে উজ্জীবিত করেন তিনি। শেষ পর্যন্ত প্রতিপক্ষের সব চেষ্টা ব্যর্থ করে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ ও ২৫ এপ্রিল।

এই জয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস পেল বাংলাদেশের নারী কাবাডি দল।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।