সংযুক্ত আরব আমিরাতের আল আইনে চলমান এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। আজ শনিবার (১০ মে) চতুর্থ রাউন্ডে কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার মাখনেভ ডেনিসকে ড্রতে আটকে দিয়েছেন তিনি।
নীড়ের টুর্নামেন্ট শুরুও ছিল চমক জাগানিয়া। প্রথম রাউন্ডেই তিনি হারান সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগাওকে। এরপর দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে যথাক্রমে কাজাখস্তান ও ভারতের দুই আন্তর্জাতিক মাস্টারের সঙ্গে খেলে ড্র করেন। ফলে প্রথম চার রাউন্ড শেষে তাঁর সংগ্রহ ২.৫ পয়েন্ট এবং পারফরম্যান্স রেটিং দাঁড়িয়েছে ২৬২৮—যা একজন গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জনের পথে গুরুত্বপূর্ণ সূচক।
এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে আরও অংশ নিচ্ছেন ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও সাকলাইন মোস্তফা সাজিদ। চতুর্থ রাউন্ডে তাহসিন জয় পান এক টাইটেলবিহীন প্রতিপক্ষের বিপক্ষে। তবে সাকলাইন হেরে যান সেই সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিনগাওয়ের বিপক্ষে, যাকে প্রথম রাউন্ডেই হারিয়েছিলেন নীড়।
নারী বিভাগে অংশ নেওয়া বাংলাদেশের নোশিন আঞ্জুমও আজ চতুর্থ রাউন্ডে জয় পান।
পুরো টুর্নামেন্টে রয়েছে নয় রাউন্ড। নীড় যদি এই পারফরম্যান্স ধরে রাখতে পারেন এবং শেষ পর্যন্ত পারফরম্যান্স রেটিং ২৬০০’র ওপরে রাখতে সক্ষম হন, তবে এটাই হবে তার প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন।
এই এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন শতাধিক দাবাড়ু। চার রাউন্ড শেষে নীড়ের বর্তমান অবস্থান ২৬তম, যা বাংলাদেশের দাবা অঙ্গনের জন্য এক বড় অর্জনের ইঙ্গিত।
এমএইচএম