ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

খেলা

সার্ভিসেস কাবাডি লিগের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, মে ২৮, ২০২৫
সার্ভিসেস কাবাডি লিগের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ

সার্ভিসেস কাবাডি লিগের (জুনিয়র) সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ পুলিশ। পল্টনের শহীদ জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপপর্বের শেষ ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) ৪১-২৬ পয়েন্টে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্স আপ হয় তারা।

প্রথমার্ধ থেকেই আধিপত্য দেখায় পুলিশ দল। প্রথমার্ধ শেষে ২১-১২ পয়েন্টে এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধেও এটি ধরে রেখে প্রতিপক্ষকে খেলায় ফেরার কোনো সুযোগ না দিয়েই ম্যাচ শেষ করে ১৫ পয়েন্টের জয় নিয়ে। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন পুলিশের রবিউল আলম।

এই জয়ে পুলিশ দলের সঙ্গে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বিজিবিকে।

এদিকে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নৌবাহিনী, যারা ইতোমধ্যেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপের দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারণ হবে আগামীকাল বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের মধ্যকার ম্যাচের মাধ্যমে। বিজয়ী দল রানার্স আপ হয়ে শেষ চার নিশ্চিত করবে। টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে শুক্রবার এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।