ঢাকা, সোমবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

বসুন্ধরার জুলকান ইনডোর অ্যারেনায় স্পেশাল বক্সিং কোর্স, প্রশিক্ষক কিংবদন্তি বক্সার লালওয়ানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, সেপ্টেম্বর ১৫, ২০২৫
বসুন্ধরার জুলকান ইনডোর অ্যারেনায় স্পেশাল বক্সিং কোর্স, প্রশিক্ষক কিংবদন্তি বক্সার লালওয়ানি

দেশের বক্সিং অঙ্গনের জন্য বড় সুখবর নিয়ে এসেছে জুলকান ইনডোর অ্যারেনা। এশিয়ার কিংবদন্তি বক্সার ও সিঙ্গাপুরের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আরভিন লালওয়ানির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনের বিশেষ বক্সিং ট্রেইনিং কোর্স।

আরভিন লালওয়ানি শুধু বক্সিং নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ড ও রেসলিংয়েও জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচ হিসেবেও তিনি তৈরি করেছেন অসংখ্য চ্যাম্পিয়ন। বর্তমানে তিনি বিশ্ব বক্সিং কাউন্সিল (WBC)-এর এশিয়া অ্যাম্বাসাডর এবং সিঙ্গাপুর জাতীয় বক্সিং দলের প্রধান কোচ।

তার নেতৃত্বেই জুলকান ইনডোর অ্যারেনা আয়োজন করছে ডব্লিউবিসি এশিয়া-এনডোর্সড বক্সিং ট্রেইনিং কোর্স। দুই দিনের এই বিশেষ আয়োজনের মূল প্রতিপাদ্য হলো: “যদি আপনি চ্যাম্পিয়ন তৈরি করতে চান, তবে শিখতে হবে তাদের কাছ থেকে—যারা চ্যাম্পিয়ন তৈরি করেছে। ”

আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় হবে এই আয়োজন। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৬৫ হাজার ৫০০ টাকা।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।