নারী ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। কিউইদের কাছে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
কিউইদের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারানোর মিছিলে যোগ দেয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটারা। দুই ওপেনার রুবাইয়া আক্তার (৪) এবং শারমিন আক্তার (৩) সাজঘরে ফেরেন ১৩ রানের মধ্যেই। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ফিফটি করার সোবহানা মোস্তারি- কেউই কিছু করতে পারেননি। জ্যোতি খেলেন ২৮ বলে ৪ রানের ব্যর্থ ইনিংস, মোস্তারি ফেরেন ২ রানে।
বাকি ব্যাটাররাও ছিলেন আসা-যাওয়ার মিছিলে। দলীয় ৩৩ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলকে চরম লজ্জা থেকে বাঁচাতে জুটি গড়েন ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তার, তাদের জুটি ৩৩ রানের।
শেষের দিকে ফাহিমার ৮০ বলে ৩৪ রানের ইনিংসে কেবল হারের ব্যবধান কমেছে টাইগ্রেসদের। মাত্র ৩৯.৫ ওভারেই সব উইকেট হারায় বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ১০০ রানের পরাজয় বরণ করতে হয় তাদের। নিউজিল্যান্ডের হয়ে জেস কার এবং লিয়া তাহুহু নেন সর্বোচ্চ ৩ উইকেট।
এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড নারী দল। ইনিংসের শুরুতেই বাংলাদেশের স্পিন আক্রমণে চাপে পড়ে যায় কিউইরা, তবে অধিনায়ক সোফি ডিভাইন ও মিডল অর্ডারের ব্রুক হলিডের ধৈর্যশীল ইনিংস দলকে টেনে তোলে বিপর্যয় থেকে।
তবে ইনিংসের প্রথম ১১ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল নিউজিল্যান্ড। ৩৫ রানে ফিরে যান প্লিমার (৪), বেটস (২৯) ও অ্যামেলিয়া কের (১)। এই ধাক্কা সামলে চতুর্থ উইকেটে ডিভাইন ও হলিডে যোগ করেন ১১২ রানের দুর্দান্ত জুটি। অধিনায়ক ডিভাইন ৮৫ বলে ৬৩ রানের ইনিংসে দুই ছক্কা ও দুইটি চার মারেন। অন্য প্রান্তে হলিডে খেলেন সর্বোচ্চ ৬৯ রানের ধীরস্থির ইনিংস (১০৪ বলে, ৫ চার ও ১ ছক্কা)।
শেষ দিকে ম্যাডি গ্রিনের ২৫ ও তাহুহুর দ্রুত ১২ রানের ইনিংসে দল পৌঁছায় ২২৭ রানে। শেষ ৫ ওভারে নিউজিল্যান্ড তুলেছিল ৩৬ রান, হারিয়েছে ৪ উইকেট।
বাংলাদেশের পক্ষে দুর্দান্ত বল করেছেন তরুণ লেগস্পিনার রাবেয়া খান। ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, যার মধ্যে ছিল অভিজ্ঞ অ্যামেলিয়া কের ও গ্রিনের উইকেট। নাহিদা আখতার, নিশিতা আখতার নিশি, ফাহিমা খাতুন ও মারুফা আখতার প্রত্যেকে নেন একটি করে উইকেট।
এই হারে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গেছে অনেকটাই। অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে কিউই নারীরা।
এফবি