বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা বাংলাদেশ ফুটবল লিগ পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে ২২ দিনের দীর্ঘ ছুটির পর। সেপ্টেম্বরের শেষ দিকে শুরুর ঘণ্টা বাজলেও, এক রাউন্ড খেলার পরই থেমে যায় বাংলাদেশ ফুটবল লিগ।
১৯ অক্টোবর তিনটি ম্যাচ দিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। একই সময়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসি মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আর মানিকগঞ্জে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব খেলবে রহমতগঞ্জ এমএফএস-এর বিপক্ষে।
পরদিন, সোমবার (২০ অক্টোবর) দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির মুখোমুখি হবে বর্তমান শক্তিধর বসুন্ধরা কিংস। সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। একই দিন মানিকগঞ্জে পিডব্লিউডি লড়বে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস।
দ্বিতীয় রাউন্ড শেষে বিরতি পড়ছে এএফসি চ্যালেঞ্জ লিগ এবং জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের কারণে। ২৫ অক্টোবর থেকে শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব। সেখানে ‘বি’ গ্রুপে কুয়েতে লড়বে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বসুন্ধরা কিংস। তাদের প্রতিপক্ষ যথাক্রমে আল সিব (২৫ অক্টোবর), আল আনসার (২৮ অক্টোবর) এবং আল কুয়েত (৩১ অক্টোবর)।
এরপর ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় দল। এ ম্যাচটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের অন্তর্ভুক্ত। এ কারণেই তৃতীয় রাউন্ড মাঠে গড়াতে সময় লাগবে ২৪ নভেম্বর পর্যন্ত।
প্রথম রাউন্ডেই ফলাফলে দেখা গেছে বেশ কিছু অপ্রত্যাশিত মোড়। চ্যাম্পিয়ন মোহামেডান ০-২ গোলে হেরে যায় ফর্টিসের কাছে। বসুন্ধরা কিংস ২-২ ব্যবধানে ড্র করে লিগের নতুন মুখ পিডব্লিউডির সঙ্গে। আর ঢাকা আবাহনী রহমতগঞ্জের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে।
এবার ব্যতিক্রম হলো লিগের ম্যাচের দিন নির্বাচনেও। যেখানে আগে শুক্র ও শনিবার খেলা হতো, এবার হচ্ছে রোব ও সোমবারে যা কিছুটা হলেও নতুনতা এনেছে সূচিতে। বাংলাদেশ ফুটবল লিগ চললেও তা এগোচ্ছে থেমে থেমে প্রথম রাউন্ড শেষে বিরতি, দ্বিতীয় রাউন্ডের পর আরও দীর্ঘ ছুটি। আন্তর্জাতিক ব্যস্ততা সামলেই মাঠে গড়াবে পরবর্তী রাউন্ড।
এআর/এসআরএস