ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসিকে পেছনে ফেলবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
মেসিকে পেছনে ফেলবেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: ফিফা ব্যালন ডি অর জিততে পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো টপকে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে। এছাড়া, এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের।

তবে, পুরস্কারটি গিয়েছে রিয়াল মাদ্রিদ তারকার শোকেসে।

ফ্রান্স ফুটবলের সাবেক তারকা জিনেদিন জিদান বিশ্বাস করেন, আবারো ফিফা ব্যালন ডি অর জিতবেন রোনালদো। মেসির থেকে বেশিবার এ পুরস্কার নিজের দখলে রেখেই রোনালদো তার ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন বলে মনে করেন ফরাসি ফুটবল জাদুকর।

ফ্রান্সের হয়ে ১০৮ ম্যাচ খেলা জিদান বলেন, রোনালদো আবারো ব্যালন ডি অর জিতবে। যা তাকে অন্য গ্রহের ফুটবলার বানিয়ে ছাড়বে। সে যেভাবে খেলে চলেছে তাতে একদিন মেসির থেকে বেশি ব্যালন ডি অরের মালিক হবে।

রিয়ালের হয়ে ১৫৫ ম্যাচ খেলা জিদান ২৯ বছর বয়সী রোনালদো প্রসঙ্গে আরও যোগ করেন, রোনালদো তার ফুটবল ক্যারিয়ারে আগের থেকে বেশি উন্নতি করেছে। তার খেলার ধরণে পরিবর্তন এসেছে।

গত বছর অসাধারণ পারফরমেন্সের উপহারস্বরুপ রোনালদো টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতেন। যা রোনালদোর ফুটবল ক্যারিয়ারের তৃতীয় এবং টানা দ্বিতীয়। এবারের ব্যালন ডি’অর জিততে রোনালদো পেয়েছেন ৩৭.৬৬ শতাংশ ভোট। যেখানে মেসি পেয়েছেন ১৫.৭৬ শতাংশ। আর ন্যুয়ের পেয়েছেন ১৫.৭২ শতাংশ ভোট।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।