ঢাকা: সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হকি লিগের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৫-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৬-১ গোলে জয় পায়।
ফলে শেষ আটের লড়াইয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের জার্সিধারীরা। আর সেই সাথে ফিকে হয়ে আসছে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্ন।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বিপক্ষে প্রচন্ড চাপ সৃষ্টি করে পোল্যান্ড। তিন মিনিটে পোল্যান্ডের অধিনায়ক পাওয়েল ব্রাটস্কির গোলে এগিয়ে যায় দলটি। এরপর ৫ ও ২২ মিনিটে দুটি (পিসি) পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূর্ন করেন প্রথম গোলের নায়ক পাওয়েল ব্রাটস্কি।
তবে তখনও গোলের ক্ষুধা মেটেনি পোল্যান্ডের। ৪২ ও ৪৪ মিনিটে বাংলাদেশের বিপক্ষে আরো দুটি গোল করে পোল্যান্ড। নির্ধারিত সময় শেষে ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পোলিশ হকি দল।
এর ফলে কঠিন হলো বাংলাদেশ হকি দলের সেমিতে খেলার স্বপ্ন। পোল্যান্ডের কাছে পরাজয়ের মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। গ্রুপে বর্তমানে তৃতীয় স্থানে আছে কৃষ্ণ-জিমিরা। সেক্ষেত্রে শেষ আটের লড়াইয়ে ২২ জানুয়ারি ‘এ’গ্রুপের দ্বিতীয় দলের সঙ্গে দেখা হবে বাংলাদেশের, দ্বিতীয় দলটি হবে শক্তিশালী ইউক্রেন বা ওমান। সে ম্যাচে জিতলে বাংলাদেশ পা রাখবে সেমিফাইনালে। সেমিফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।
আর হারলে খেলবে পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে, কোয়ার্টার ফাইনালের হারা চার দলের মধ্যে স্থান নির্ধারণী ম্যাচ ২৩ জানুয়ারি। আর ফাইনাল হবে ২৫ জানুয়ারি।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২০ জানুয়ারি ২০১৫