ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

পগবার রিয়াল আগমনে অবাক হবেন না জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, জানুয়ারি ২০, ২০১৫
পগবার রিয়াল আগমনে অবাক হবেন না জিদান পল পগবা

ঢাকা: ক’দিন ধরেই বাতাসে গুঞ্জন ছড়াচ্ছে জুভেন্টাসের ফ্রেঞ্চ তারকা পল পগবা রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন। রিয়ালের ‘বি’ দলের কোচ জিনেদিন জিদান তার স্বদেশী ফুটবলার পগবার রিয়ালে যোগ দেওয়া প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি।

তিনি শুধু জানিয়েছেন, সেরা ফুটবলাররা সবসময়  রিয়ালেই যোগ দেয়।

এর আগে রিয়ালের পাশাপাশি চেলসি ও পিএসজির মতো বড় ক্লাবগুলো ২১ বছর বয়সী পগবার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। যদিও জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি করেছে পগবা। চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৯ সালে।

তবে, জুভেন্টাসের জেনারেল ডিরেক্টর জিউসেপ মেরোত্তা জানিয়েছিলেন, অর্থনৈতিক কারণে ইউরোপের বড় বড় ক্লাবগুলো জোর দিলে শেষ পর্যন্ত পগবাকে ছেড়ে দিতে বাধ্য হবে জুভেন্টাস।

জিদান এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি পগবাকে স্পেনে আসার জন্য কোনো চাপ দিব না। তার সঙ্গে আমার এ ব্যাপারে কোনো কথা হয়নি। তাছাড়া, ব্যক্তিগতভাবে তার সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। তবে, সে যদি রিয়ালে যোগ দেয় তাহলে আমি অবাক হবো না। ’

সাবেক রিয়াল তারকা আরো বলেন, ‘পগবা বর্তমান বিশ্বের অন্যতম উদীয়মান তারকা ফুটবলার। তার মতো বিশ্বমানের ফুটবলাররা সবসময় রিয়ালেই যোগ দেয়। বিশ্বসেরাদের জন্য রিয়ালের দরজা সবসময় খোলা থাকে। পগবা বার্নাব্যুতে আসলে মিডফিল্ডার ইসকোর সঙ্গে তার প্রতিদ্বন্দ্বীতা হবে। রিয়ালের হয়ে ইসকো বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।