ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির সমকক্ষ হতে চলেছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
মেসির সমকক্ষ হতে চলেছেন নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার কোচ লুইস এনরিক জানিয়েছেন, তার দলের ব্রাজিল তারকা নেইমার প্রতিনিয়ত খেলার ধরণে পরিবর্তন আনছেন। তার মতে, ক্লাবের জন্য আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি যেমনটি শুরুর দিকে করেছে, ঠিক তেমনটি করে যাচ্ছে নেইমার।



চলতি মৌসুমে মাত্রই দ্বিতীয় মৌসুমের মতো বার্সার হয়ে খেলছেন নেইমার। সাবেক এ সান্তোস তারকা মেসির পাশে বেশ ভালোই মানিয়ে নিয়েছেন তা দু’জনের খেলার ধরণে পরিস্কার। কাতালানদের হয়ে নিজে গোল করার পাশাপাশি নেইমারকে দিয়েও গোল করাচ্ছেন মেসি। আবার দৃশ্যপট পাল্টে নেইমারও মেসিকে গোলে সহায়তা করছেন।

নেইমার প্রসঙ্গে এনরিক বলেন, ক্লাবের জন্য নেইমার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রাজিল অধিনায়কের জন্য কাতালান ক্লাবটি একেবারে সঠিক জায়গা। সে অসাধারণ একজন ফুটবলার আর বিশেষ খেলোয়াড়তো বটেই। সে যখন ব্রাজিল দলে খেলে তখন আমরা তাকে সে ভাবেই খেলতে দেখি।

এনরিক তার শিষ্য প্রসঙ্গে আরও বলেন, আর্জেন্টাইন মেসি তার সব কিছুই করে দেখিয়েছে। ফুটবলের জন্য যা যা করা দরকার তার সবই মেসি করে দেখিয়েছে। সে কারণে আজ আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বসেরা ফুটবলার। আর মেসিকে অনুকরণ করে চলেছে ব্রাজিল অধিনায়ক নেইমার।

এনরিকের মতে, একদিন নেইমারও মেসির মতো অবস্থানে পৌঁছাবে। আর নেইমার যেভাবে ক্লাবের হয়ে খেলে চলেছেন তাতে খুব শিগগিরি আমরা নেইমারকে মেসির মতোই বিশ্বসেরা হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে দেখবো।

ব্রাজিলিয়ান অধিনায়কের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি করেছে কাতালান ক্লাবটি। নেইমার ২০১৩ সালে সান্তোস থেকে ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় যোগ দেন। আর এ মৌসুমে তিনি দলের হয়ে এখন পর্যন্ত ২১টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।