ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ভেন্যু সিলেটে টিকেট বিক্রি শুরু হবে আজ (রোববার) থেকে। শুক্রবার সিলেটে স্থানীয় আয়োজক কমিটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছিল।
সেখানে বলা হয়েছিল উদ্বোধনী ভেন্যুর প্রস্তুতি পুরোদমে চললেও সম্পূর্ণ হতে ২৮ জানুয়ারি পর্যন্ত লেগে যেতে পারে।
যদিও বেশ কদিন আগে ঢাকায় এসে সিলেট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম জানিয়েছিলেন, ভেন্যুর কাজ প্রায় সম্পন্ন। ফ্লাডলাইট ছাড়া যাবতীয় সংস্কার কাজ হয়ে গেছে। কিন্তু বাফুফে কর্মকর্তারা ভেন্যু পরিদর্শনে গিয়ে দেখেছেন, কেবল ফ্লাডলাইটই নয়, আরও অনেক কাজই বাকি। যা শেষ করতে ৪-৫ দিন লাগবে।
যার অর্থ বাংলাদেশের সংস্কার সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের সিলেট ভেন্যুর প্রস্তুতিও শেষ মুহূর্তে তাড়াহুড়া করেই সম্পন্ন হচ্ছে!
সিলেটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে দর্শক মাঠে ঢুকে পড়েছিল। সে ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য প্রতি ম্যাচে সর্বাধিক ১৮ হাজার টিকেট বিক্রি করা হবে। স্থানীয় আয়োজকদের সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে। সিলেটে টিকেট জাল হতে পারে এমন আশঙ্কা করছেন বাফুফে কর্মকর্তারা।
এ সম্পর্কে সিকিউরিটি কমিটির আহবায়ক শেখ মোঃ মারুফ হাসান জানিয়েছেন, টিকেট এমনভাবে ছাপানো হচ্ছে যাতে জাল টিকেট সহজেই ধরা যায়।
বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫