ঢাকা: এফ এ কাপে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে এগিয়ে থেকেও ব্রেডফোর্ড সিটির কাছে ৪-২ গোলের হারের লজ্জা পেতে হলো চেলসিকে। এদিন খেলার প্রথমার্ধ গ্যারি কাহিল ও রামিরেস গোল করলে মনে হচ্ছিল সহজ জয় পেতে যাচ্ছে ব্লুজরা।
এদিন খেলার ২১ মিনিটে অস্কারের পাস থেকে দলের হয়ে লিড নেন কাহিল। আর ৩৮ মিনিটে মোহাম্মদ সালাহ’র অ্যাসিস্টে দলের লিড দ্বিগুন করেন রামিরেস। তবে এর তিন মিনিট পরেই সফরকারিদের হয়ে ব্যবধান কমান জোনাখন স্টিয়েড। পরে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি থেকে ফিরে চেলসি বেশ কয়েকবার আক্রমণ চালালেও তা থেকে গোল আদায় করতে পারেনি। উল্টো খেলার ৭৫ মিনিটে ফিলিপ মোরিস গোল করলে খেলায় সমতা আনে ব্রেডফোর্ড। আর ৮২ মিনিটে স্টিয়েডের পাস থেকে অ্যান্ড্রু হালিডে গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় সফরকারিরা।
এদিকে চেলসি বুঝতে পারেনি আজ তাদের দিনটি খারাপ যাচ্ছে কারণ খেলার অতিরিক্ত সময়ে স্টিয়েডের আরো একটি পাসে মার্ক ইয়েটেস চেলসির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-২ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫