ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবারো ফ্রাঞ্চাইজি লিগের প্রস্তাব বাফুফের দুয়ারে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
আবারো ফ্রাঞ্চাইজি লিগের প্রস্তাব বাফুফের দুয়ারে ছবি: সংগৃহীত

ঢাকা: গত কয়েক সপ্তাহ ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছে ফ্রাঞ্চাইজি লিগের গুঞ্জন। আর এ লিগের চেয়ারম্যান হতে যাচ্ছে স্বয়ং দিয়েগো ম্যারাডোনা।

আট দল নিয়ে হবে হোম অ্যান্ড অ্যাওয়ের খেলা। বাফুফেকে এমন প্রস্তাব দিয়েছে ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)।

এবার বাংলাদেশে ফ্রাঞ্চাইজি লিগ করার আরেকটি প্রস্তাব নিয়ে এসেছে ভারতের আরেকটি প্রতিষ্ঠান লেজার স্পোর্টস মার্কেটিং (এলএসএম)।

এ প্রতিষ্ঠানটি অবশ্য ম্যারাডোনাকে আনবে না। দলও আটটি নয়, সাতটি। এই প্রস্তাব নিয়ে মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে দেখা করেছেন লেজার স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর এস এস দাস গুপ্ত। এ দিকে বাফুফে সূত্রে জানা গেছে, দল এবং দলের স্পন্সর জোগাড়ের দায়িত্ব নেবে লেজার স্পোর্টস। আর বাফুফেকে দেবে আড়াই কোটি টাকা।
 
এর বাইরেও আরও একটি কোম্পানি চেষ্টা চালিয়ে যাচ্ছে ফ্রাঞ্চাইজি লিগ করার জন্য। ইংল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান অলরেডি বাফুফেকে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছে। চিঠি চালাচালিও নাকি চলছে। তারা এখন বাফুফের উত্তরের আশায় রয়েছে। সব কিছু বিবেচনা করছে বাফুফে। এ সকল প্রস্তাবের পর্যালোচনা করেই সিদ্ধান্ত নিচ্ছে।

এখন দেখার বিষয় মৃত প্রায় ফুটবলের পালে এবার কি দিন বদলের হাওয়া লাগছে কিনা?

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।