ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সহজ জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সহজ জয়ে ফাইনালে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত ‍আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের সহজ জয়ে এশিয়ান কাপের ফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। ঘরের মাঠ হান্টার স্টেডিয়ামে খেলার প্রথম ১৫ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।



এদিন খেলার তিন মিনিটেই কর্ণার থেকে আসা বলে হেডের মাধ্যমে গোল করে দলের লিড আনেন ট্রেন্ট সেইন্সবারে। আর খেলার ১৪ মিনিটে দলের লিড দ্বিগুন করেন জেসন ডেভিনসন।

এদিকে আমিরাতও খেলায় বেশ কয়েকবার আক্রমণ চালায়। তবে অজিদের রক্ষনাত্বক ফুটবলের কারণে দলটি পেরে উঠে না। শনিবারের ফাইনালে দ.কোরিয়ার বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

সকারুদের এটি দ্বিতীয় এশিয়ান কাপ ফাইনাল। এর আগে দলটি ২০১১ আসরে জাপানের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়। আর বড় কোন আসরে ক্যাঙ্গারুদের সেটিই ছিল সবচেয়ে বড় অর্জন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।