ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের মাঠে এবার দেখা যাবে ব্রাজিলের উঠতি তারকা এভারটন রিবেরিওকে। আরব আমিরাতের বর্তমান চ্যাম্পিয়ন আল আহলীর হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন রিবেরিও।
সম্প্রতি ক্রুজেইরো থেকে ব্রাজিলের আরেক উঠতি তারকা ২১ বছর বয়সী লুকাস সিলভাকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। আর এবার একই দল থেকে বেড়িয়ে আল আহলীতে পাড়ি জমালেন ২৫ বছর বয়সী রিবেরিও।
নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গে রিবেরিও বলেন, আমি নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ আনন্দিত। তবে, পুরোনো ক্লাব ক্রুজেইরো ছেড়ে এসে খারাপ লাগছে। সাবেক ক্লাবটির সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই।
রিবেরিও ব্রাজিলের নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। জাতীয় দলের হয়ে এ অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছেন তিনটি ম্যাচে। গত নভেম্বরে ব্রাজিল তুরস্ক আর অস্ট্রিয়ার বিপক্ষে খেলেছিল। সে দুটি ম্যাচে রিবেরিও না থাকলেও তার আগের তিন ম্যাচে কলম্বিয়া, ইকুয়েডর আর জাপানের বিপক্ষে মাঠে নেমেছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ২৭ জানুয়ারি ২০১৫