ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লিভারপুলকে হারিয়ে ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
লিভারপুলকে হারিয়ে ফাইনালে চেলসি সংগৃহীত

ঢাকা: লিগ কাপের ফাইনালে উঠেছে ইংলিশ প্রিমিয়ারের ফেভারিট দল চেলসি। ইংলিশ আরেক জায়ান্ট লিভারপুলকে দুই লেগ মিলিয়ে ২-১ এগ্রিগেটে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে হোসে মরিনহোর দলটি।



চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শেষ মুহূর্তে ব্রানিস্লাভ ইভানোভিচ একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা। আর প্রথম লেগে ১-১ এ সমতা থাকায় ফাইনাল নিশ্চিত করে চেলসি। এ ম্যাচে আতিথ্য গ্রহন করা ব্রেন্ডন রজার্সের শিষ্যরা কোনো গোলের দেখা পায়নি।

এদিন হোসে মরিনহো শুরুর একাদশে মাঠে নামান ইভানোভিচ, জন টেরি, ফিলিপ লুইজ, ম্যাটিক, সেস ফ্যাব্রিগাস, উইলিয়ান, অস্কার, ইডেন হ্যাজার্ড আর দিয়েগো কস্তার মতো তারকাদের। আর ব্রেন্ডন রজার্স শুরুর একাদশে মাঠে পাঠান মারকোভিচ, হেন্ডারসন, স্টিভেন জেরার্ড, লুকাস, কোউতিনহো আর রাহিম স্টারলিংয়ের মতো তারকাদের।

তবে, ম্যাচের ৯৪তম মিনিটে চেলসিকে জয়ের দেখা পাইয়ে দেয়া গোলটি করেন ব্রানিস্লাভ ইভানোভিচ। নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে (৩০ মিনিট)।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ব্রাজিল তারকা উইলিয়ানের দুরন্ত এক ফ্রি-কিকে হেড করে ইভানোভিচ দলকে প্রথম গোলের স্বাদ পাইয়ে দেন। ম্যাচের বাকি সময়ে লিভারপুল গোল শোধ দিতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

ওয়েম্বলির ফাইনালে চেলসিকে মোকাবেলা করতে হবে শেফিল্ড ইউনাইটেড আর টটেনহামের মধ্যে জয়ী দলের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।