ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি নতুন বছরে রয়েছেন দারুণ ছন্দে। প্রায় প্রতি ম্যাচেই কাতালানদের হয়ে মাঠ দাপিয়ে গোল করছেন তিনি।
কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে মেসির বার্সা। দলের হয়ে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে একমাত্র গোলটি করেন মেসি। এবারে দ্বিতীয় লেগে দিয়েগো সিমিওনের শিষ্যদের ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে আতিথ্য নেবে বার্সা।
অ্যাতলেতিকোর বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই জায়ান্ট।
এদিকে, ম্যাচের আগেই মেসি সতর্কবার্তা দিয়ে রাখলেন অ্যাতলেতিকোকে। জানালেন ম্যাচে জয়ের জন্য আর সেমিফাইনাল নিশ্চিত করতে যা যা করা দরকার মাঠে তার সবই করবেন। মেসি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, মাদ্রিদের ম্যাচে আমাদের ফরোয়ার্ডের দিকে তাকিয়ে দেখুন। সেমিফাইনালে পৌঁছতে মাঠে আমরা সবই করবো।
কাতালানরা গত মৌসুমের কোপা দেল রে’র ফাইনাল খেলেছিল। সে ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজয় বরণ করে বার্সা। তবে, এবার রিয়াল মাদ্রিদ অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগে হেরে এ আসর থেকে বিদায় নিয়েছে। আজ বার্সা তাদের ম্যাচ ড্র করলেও সেমিফাইনালে উঠে যাবে।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৫