ঢাকা: ওয়েলস তারকা গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদের হয়ে গোল করার পরও সমালোচনায় পড়তে হয়েছিল তাকে। কারণ, বেল রিয়ালের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে বল না বাড়িয়ে নিজেই গোলবারে শট নিয়েছিলেন।
পরপর দুই ম্যাচে বেল এ ঘটনাটি ঘটিয়েছে বলে রিয়াল সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি। মাঠে বেলের প্রতি বিরক্ত হতে দেখা গিয়েছিল রোনালদোকেও। এমনকি ভ্যালেন্সিয়ার বিপেক্ষ ম্যাচে ফরাসি তারকা করিম বেনজেমাকে বল পাস না দিয়ে একক প্রচেষ্টায় গোল করতে চেয়েছিলেন বেল।
এবার সমালোচকদের বুঝাতে বেল মুখ খুলেছেন। ওয়েলস তারকা জানালেন, তিনি লোভী নন। নিজের ছন্দে খেলতেই ভালোবাসেন তিনি। সমালোচনার জবাব দিতে গিয়ে বেল বলেন, আমি গোল করার জন্য লোভ করি না। খেলার মাঠে দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই। আর এটাই আমার খেলার ধরণ। আমি এভাবেই খেলতে পছন্দ করি।
বেল আরও বলেন, সমর্থকরা অনেক কিছুই আমাদের কাছে আশা করেন, তাদের চাওয়াটাও ভিন্ন ভিন্ন। তাই সমর্থকদের মতামত ভিন্ন রকমের হতে পারে। তারা তাদের নিজস্ব অবস্থান থেকে এমন সমালোচনা করেছেন।
তবে, সমালোচক বা সমর্থক কাউকেই দোষারোপ না করে বেল বলেন, যখন মাঠে থাকি তখন আমার লক্ষ্য থাকে গোল করার। আর এটাও লক্ষ্যের মাঝে থাকে সতীর্থদের দিয়ে গোল করানোর। আমি সব সময় চাই খেলায় নিজেদের নিয়ন্ত্রন ধরে রাখতে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে আমি বেনজেমাকে দেখতে পারিনি। আর যে পজিশনে ছিল তাতে আমার পক্ষে পাস দেয়াটা বেশ কঠিন হতো। তাই নিজেই গোলবারে শট নিয়েছিলাম। কিন্তু ভাগ্য সহায় না থাকায় আমি স্কোর করতে পারিনি।
বেল যোগ করেন, মাঠের ঘটনা মাঠেই ফেলে এসেছি আমরা। রোনালদো বা বেনজেমার সাথে এটি নিয়ে আর কোনো কথা হয়নি আমার। আমরা খুবই ভালো বন্ধু, আর রিয়ালের সমর্থকরা আমাকে অনেক পছন্দ করে।
২৫ বছর বয়সী বেল চলতি মৌসুমে রিয়ালের হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ২৮টি ম্যাচ। যার মধ্যে গোল করেছেন ১৪টি আর সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও সাতটি।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ২৮ জানুয়ারি ২০১৫