ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, জানুয়ারি ২৮, ২০১৫
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।



র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক এহছানে এলাহী। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা আহ্বায়ক গোলাম মারুফ মনা, এমারুল ইসলাম সাবিন, সাইদুর রহমান বাবু, মিজানুর রহমান জুয়েল, আনোয়ারুল কাদির ফুল, মৃদুল মোস্তাফি ঝন্টু, রফিকুল ইসলাম রিটন, শামসুজ্জোহা, সেলিম চৌধুরী, দেবাশীষ চক্রবর্ত্তী, সৈয়দ আজহারুল হক প্রমুখ।

বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে আন্তর্জাতিক এ ফুটবল ম্যাচ শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।