ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ

প্রথম ম্যাচে জিতলেই পুরস্কার ৩০ লাখ টাকা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৫, জানুয়ারি ২৯, ২০১৫
প্রথম ম্যাচে জিতলেই পুরস্কার ৩০ লাখ টাকা!

স্বপ্নবাজ মানুষ কাজী সালাউদ্দিন। নিজে স্বপ্ন দেখেন, ঠিক তেমনি অন্যকে স্বপ্ন দেখাতেও তার জুড়ি মেলা ভার।

বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে এবার ফুটবল দলের জন্য দিলেন লোভনীয় ঘোষণা।

উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়াকে হারালেই ফুটবল দল পাবে ৩০ লাখ টাকা পুরস্কার।

বুধবার (২৮ জানুয়ারি) সিলেটে জাতীয় দলের অনুশীলন দেখতে গিয়ে চকম লাগানো এ ঘোষণা দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

তিনি ফুটবলারদের স্মরণ করিয়ে দেন তাদের দিকেই চেয়ে আছে পুরো দেশ। তারা ভালো করতে না পারলে সব আয়োজনই যে ব্যর্থ হয়ে যাবে।  

ফুটবলাররাও বাফুফে সভাপতিকে প্রতিশ্রুতি দিয়েছেন সেমিফাইনালে উঠেই তারা দেখা করবেন বাফুফে সভাপতির সঙ্গে।  

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।