ঢাকা: কোপা ইতালিয়ায় বদলি ফুটবলার আলভেরো মোরাতার শেষ মুহূর্তের গোলে পার্মাকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। কোয়ার্টার ফাইনালের এ খেলায় ম্যাচের ৮৯ মিনিটে জয়সূচক গোলটি করেন মোরাতা।
কোপা ইতালিয়ায় জুভিদের থেকে বেশি শিরোপা এখনও কোন দল জিতেনি। তবে সিরিআ চ্যাম্পিয়নরা ১৯৯৫ সালের পর এ শিরোপা নিজেদের ঘরে তুলতে পারেনি।
মাসিমিলানো অ্যালিগ্রির শিষ্যরা নিজেদের দশম শিরোপা ঘরে তুলতে তেমন পারর্ফম করতে পারেনি। তবে পার্মার ঘরের মাঠ স্তেদিও ইনিও ত্রানদিনি স্টেডিয়ামে মোরাতার গোলেই শেষ চার নিশ্চিত করে দলটি।
এদিকে সফরকারিদের এদিন দলের সেরা তারকা কার্লোস তেভেজের অনুপুস্তিতি দেখা গিয়েছে। তাই খেলার প্রথমার্ধ গোলশুন্য কাটিয়েছে দলটি। তবে খেলার ৭৭ মনিটে কিংসলে কোম্যানের পরিবর্তে মাঠে নামেন মেরাতা।
আর খেলার ৮৯ মিনিটে ফার্নান্দো লোরেন্তের ডান পাশের কর্ণার থেকে দলের হয়ে গোল করেন রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার মোরাতা। আর এ গোলটিই জুভিদের জয়ে বন্দরে পৌছে দেয়।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫