ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

বদলে যাচ্ছে রিয়ালের মাঠের নাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, জানুয়ারি ২৯, ২০১৫
বদলে যাচ্ছে রিয়ালের মাঠের নাম ছবি : সংগৃহীত

ঢাকা: বদলে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ঘরের মাঠের নাম। এস্তাদিয়ো সান্তিয়াগো বার্নাব্যুর নামকরণ হচ্ছে আবুধাবি সান্তিয়াগো বার্নাব্যু।

ক্লাবের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

রিয়াল মাদ্রিদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক পেট্রোলিয়াম বিনিয়োগ কোম্পানীর চুক্তি সম্পন্ন হয়েছে। আর দু’পক্ষের সর্বসম্মতিক্রমে এবার নতুন নামকরণ করা হচ্ছে। যা রিয়াল ভক্ত-সমর্থকদের জন্য চমকের মতোই মনে হতে পারে।

স্পন্সর এ প্রতিষ্ঠানটি বিশ্বের ধনী ক্লাব রিয়ালের উন্নয়নের জন্য প্রতি বছর ৫০০ মিলিয়ন ইউরো ব্যয় করবে বলে চুক্তি সম্পন্ন করে। আগামী ২০ বছরের জন্য এমনটি চুক্তি হয়েছে রিয়ালের সঙ্গে।

তবে, স্টেডিয়ামের সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রিয়াল তাদের ঘরের মাঠের নাম বদলাবে না বলে জানিয়েছে।

১৯৪৭ সালে রিয়াল মাদ্রিদ প্রথম এ মাঠে খেলতে নেমেছিল। ১৯৮২ সালের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি এ মাঠেই হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।