সিলেট থেকে: বিকেল ৪.৫০ মিনিটেও সিলেট জেলা স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ন হয়নি। কিন্তু বাকি ১৫ মিনিটে ঢলের পানির মত মানুষ প্রবেশ করে মাঠে।
পুরো গ্যালারি জুড়েই দর্শক, মাঠের পাশে গাছেও দর্শক। আশে পাশের সকল বাড়ির ছাদেও দর্শক। এমনকি বেশ ঝুঁকিপূর্ন অবস্থা সত্বেও একটি পানির ট্যাংকির উপরে অবস্থান নিয়ে খেলা দেখেছেন ৫ জন দর্শক।
উল্লেখ্য, গত আগস্টে বাংলাদেশ-নেপাল ম্যাচে স্টেডিয়ামের গেট ভেঙ্গে মাঠে প্রবেশ করে মানুষ।
ফুটবলের প্রতি সিলেটবাসী তাদের উন্মাদনার নিদর্শন আগেই প্রদর্শন করেছেন। এবার দ্বিতীয়বার প্রমাণ করলেন ফুটবলের প্রতি তাদের ভালোবাসা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫