ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপ

নিজেদের প্রথম ম্যাচে হারল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
নিজেদের প্রথম ম্যাচে হারল বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নেমে স্বাগতিক বাংলাদেশ ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। মালয়েশিয়ার শাফোয়ানের একমাত্র গোল জয় পায় ইসমাইল হোসেনের ছাত্ররা।



প্রথমার্ধ শেষে কোনো গোল না হলে ০-০ সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

তবে, বিরতির পর ৫০ মিনিটের মাথায় শাফোয়ানের দারুণ একটি শটে লিড নেয় মালয়েশিয়া। বাংলাদেশের গোলরক্ষক রাসেলকে ফাঁকি দিয়ে বাঁপায়ের শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ফলে, ১-০ গোলের লিড নেয় মালয়েশিয়া।

খেলার ৫৭ মিনিটের মাথায় বাংলাদেশের দলপতি মামুনুলের একটি দুর্বল শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। গোল হজমের পর তা শোধ দিতে মরিয়া হয়ে উঠে মামুনুল-সোহেলরা। ৬৩ মিনিটে এমেলির একটি সরাসরি শট নিজের নিয়ন্ত্রণে নেন মালয়েশিয়ার গোলরক্ষক ফারহান।

খেলার ৭১ মিনিটে মিশুর ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক বাইরে দিয়ে চলে যায়। ৮৩ মিনিটে জাহিদ দলের সহজ সুযোগ নষ্ট করেন। তার শটটি গোলবারে লেগে বাইরে চলে যায়। দুই মিনিট পরেই আবারো বাংলাদেশের আক্রমণ রুখে দেন মালয়েশিয়ার গোলরক্ষক ফারহান।

ম্যাচের বাকি সময়ে গোল শোধ দিতে না পারলে ম্যাচে ফেরা হয়নি ডি ক্রুইফের ছাত্রদের। ফলে, নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ত্যাগ করে বাংলাদেশ।

বাংলাদেশ দলের হয়ে শুরুর একাদশে মাঠে নামেন রাসেল, রায়হান, ইয়াসিন, মিশু, জামাল, জাহিদ, মামুনুল, এমিলি, হেমন্ত, ইয়ামিন ও সোহেল রানা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫

** বাংলাদেশের জালে মালয়েশিয়ার এক গোল
** গোলশূন্য রয়েছে প্রথম ৩০ মিনিট
** মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।