ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৯০ মিনিট পরে সব দায় আমার!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
৯০ মিনিট পরে সব দায় আমার! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: দলের কে কে ভালো খেলেছে? এই প্রশ্নের জবাব নেই বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফের মুখে। জানালেন ম্যাচ জুড়ে ভালো খেলেছে জাহিদ হোসেন।

তাই স্বীকার করেই নিলেন নিজের সীমাবদ্ধতার কথা। বললেন '৯০ মিনিট পরে সব দায় আমার। দলের কাউকে নয়, যদি কিছু বলতে আমাকে বলুন। '

ঘরের মাটিতে উদ্বোধনী ম্যাচে পরাজয় সত্যি বেশ চাপে ফেলে দিলো বাংলাদেশ দলটিকে। মোটা দাগে জানালেন, মাঠের পারফরম্যান্স একদম খারাপ ছিলনা। অনেকগুলো সুযোগ ছিল। কিন্তু কাজে লাগাতে ব্যর্থ হয় ছেলেরা। '

ক্রুইফ আরো বললেন, 'মানসিক ভাবে শতভাগ ফিট ছিলনা দলটি। বড় ম্যাচের আগে ঠিক যে ধরণের মানসিক সমস্যার মুখোমুখি হয় দলগুলো, ঠিক সে ধরণের সমস্যার মুখোমুখি এখন বাংলাদেশ দল। ' সাংবাদিকদের প্রশ্ন ছিল তাহলে কি একজন মনরোগ বিশেষজ্ঞের প্রয়োজন বাংলাদেশ দলের। উত্তর ছিল, 'হতে পারে। এটি ভালো প্রস্তাবনা। '

২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ ম্যাচে পূর্ন ৩ পয়েন্ট আশা করছেন কোচ ক্রুইফ। তিনি বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে ৩ পয়েন্ট পেতে হবে আমাদের। আশা করছি দলটি অবশ্যই ঘুরে দাঁড়াবে। '

এ ম্যাচে পরাজয়ের ফলে বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ডকাপ স্বপ্নের সলিল সমাধি রচিত হয়নি এখনও। কারণ ৩১ জানুয়ারি মালয়েশিয়া-শ্রীলঙ্কা ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশ দলের ভবিষ্যৎ। শ্রীলঙ্কার বিপক্ষে যদি মালয়েশিয়া ড্র করে, তাহলে কঠিন হবে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। আর যদি জয় পায় মালয়েশিয়া, তবে সুযোগ থাকবে বাংলাদেশের ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে খেলার। তবে সেখানেও চলে আসবে গ্রুপের গোল গড়ের হিসাব।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।