ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমারকে নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
নেইমারকে নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা তারকা নেইমারের খেলার ধরণ তার ভবিষ্যত ফুটবল ক্যারিয়ারে খারাপ প্রভাব ফেলবে এমনটি জানিয়েছেন, অ্যাতলেটিকো মাদ্রিদের মিডফিল্ডার ক্যানি। এর আগে নেইমার কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকোর বিপক্ষে দুটি গোল করেছিলেন।



ভিসেন্তে কালদেরনে ম্যাচটিতে বার্সা ৩-২ গোলে জয় পেয়েছিল। আর দুই লেগ মিলিয়ে কাতালানরা ৪-২ অ্যাগ্রিগেটে জিতে সেমি-ফাইনাল নিশ্চিত করে।

এদিকে লা রোজাদের অধিনায়ক গ্যাবি এর আগে বলেছিলেন, খেলার মাঠে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের আচরণ বিরক্তিকর। তিনি জানিয়েছিলেন, ২২ বছরের তারকা বিপক্ষ দলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।

পরে ক্যানি সাবেক সান্তোস তারকা সম্পর্কে বলেন, ‘নেইমার যে স্টাইলে ফুটবল খেলে এর জন্য তাকে সমস্যায় পড়তে হবে। এটা তার ক্যারিয়ারের একটি নেতিবাচক দিক। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।