ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ই'টিমর লগে বাংলাদেশর গোল খাওয়া ঠিক ও'ইছেনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ই'টিমর লগে বাংলাদেশর গোল খাওয়া ঠিক ও'ইছেনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: 'ইতা কিতা ওইলো। ই'টিমর লগে বাংলাদেশর গোল খাওয়া ঠিক ও'ইছেনা' গতকাল বাংলাদেশের পরাজয়ের পরে ঠিক এভাবেই সিলেটবাসী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

রাস্তার মোড়ে মোড়ে শুধুই একটি কথা ‘ইতা কিতা ওইলো'। স্বাভাবিক ভাবেই বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি তারা। একটি অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে অন্তত জয়ের আশা করেছে তারা।

ক্রীড়া বিটের রিপোর্টারগণ যখন মৃতপ্রায় ফুটবলের প্রতিবেদন লিখতে লিখতে ক্লান্ত তখন সিলেট, যশোর আর রাজশাহীর ক্রীড়াপ্রেমী দর্শক প্রমাণ করেছে বাংলাদেশের বুকে এখনও মৃত নয় ফুটবল।

সম্প্রতি কর্মব্যস্ত ঢাকায়ও জাপানের অনূর্ধ্ব-২৩ ও দক্ষিণ কোরিয়ার ক্লাব বুসান আই পার্কের খেলা দেখতে জনতার ঢল নেমেছিল।

এবার বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচকে কেন্দ্র করে ঠিক একইভাবে সাড়া দিয়েছে জনতা। অবাক করার মতো বিষয় শুক্রবার ৬ হাজারের মতো সিলেটবাসী জড়ো হয়েছে সিঙ্গাপুর-থাইল্যান্ড ম্যাচটি উপভোগ করতে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।