ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নতুন জুতোয় ৭০০তম ম্যাচ খেলবেন জেরার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
নতুন জুতোয় ৭০০তম ম্যাচ খেলবেন জেরার্ড ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের হয়ে সাতশো ম্যাচের মাইলফলকে পা দেবেন স্টিভেন জেরার্ড। আর ওয়েস্ট হামের বিপক্ষে এ ম্যাচে নতুন জুতো পড়ে মাঠে নামবেন অল রেডসদের অধিনায়ক।

যেখানে জুতোর পেছনে ইংরেজী অক্ষরে লেখা থাকবে ৭০০।

৩৪ বছরের এ তারকা এখন পর্যন্ত ৬৯৯ ম্যাচ খেলে দলটির তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হয়েছেন। তবে অধিনাক হিসেবে তিনি দলটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন। এ তালিকায় প্রথমে আছেন ৮৫৭ ম্যাচ খেলা ইয়ান ক্লেগহান। আর দ্বিতীয় অবস্থানে আছেন ৭৩৭ ম্যাচ খেলা জেমি ক্রেগহার।

জেরার্ড ৬৯৯ ম্যাচের মধ্যে প্রিমিয়ার লিগে খেলেছেন ৪৯৫ ম্যাচ। ৪০টি খেলেছেন এফএ কাপে আর ৩০টি খেলেছেন লিগ কাপে। পাশাপাশি ১৩০ ম্যাচ খেলেছেন ইউরোপের লিগ গুলোতে আর ৪টি অন্যান্য ম্যাচে।

এদিকে লিভারপুলে ১৯৯৮ সালে অভিষেক হওয়া জেরার্ড অধিনায়ক হিসেবে খেলেছেন রেকর্ড ৪৬৩ ম্যাচ। ডিফেন্ডার হিসেবে খেলা এ ইংলিশ সাবেক তারকা ১৮২টি গোল করেছেন। তবে এ মৌসুম শেষে শৈশবের ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। শেষ দিকে হয়তো তাকে দেখা যাবে আমেরিকার মেজর সকার লিগে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।