ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বায়ার্নের জালে উলফসবার্গের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বায়ার্নের জালে উলফসবার্গের গোল উৎসব সংগৃহীত

ঢাকা: বুন্দাসলিগায় বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে নিজেদের এগিয়ে রাখলো উলফবার্গ। উলফবার্গের ঘরের মাঠ ভোকসওয়াগন অ্যারিনায় বাস দোস্ত ও কেভিন ডি ব্রুইনের জোড়া গোলে বড় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।



জার্মান লিগে মৌসুমের বিরতির পর এদিন মাঠে নামে দু’দল। আর মাঠে নেমে এদিন দু’দলের ফুটবলার ও সমর্থকরা শ্রদ্ধা জানায় উলফসবার্গ মিডফিল্ডার জুনিয়র ম্যান্ডেলার প্রতি। ২০ বছর বয়সি ম্যান্ডেলা এ মাসের প্রথমে সড়ক দুর্ঘটনায় নিহত হন।

এদিন খেলার শুরুতেই ১১ পয়েন্টে পিছিয়ে থাকা দিয়েতার হিকিংয়ের দল লিড নেয়। খেলার চার মিনিটে দলকে এগিয়ে দেন দোস্ত। আর বিরতিতে যাবার আগে নিজের জোড়া গোলের মাধ্যমে দলের লিড ২-০তে নিয়ে যান এ ডাচ তারকা।

বিরতি থেকে ফিরে আবারো আক্রমণে যায় উলফসবার্গ। খেলার ৫৩ মিনিটে ডি ব্রুইন দলের লিড তিনে নিয়ে যান। তবে এর দুই মিনিট পরে বাভারিয়ানদের হয়ে ব্যবধান কমান হুয়ান ব্রেনেট।

কিন্তু পেপ গার্দিওয়ালার শিষ্যদের এতটুকুই সাফল্য। কারণ খেলার ৭৩ মিনিটে নিজের জোড়া গোল করে দলের লিড বাড়ান ব্রুইন। আর সেই সঙ্গে ২০০৯ সালের পর জার্মান চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় পরাজয় দেখতে হয়।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বায়ার্ন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।