ঢাকা: সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের উপর ক্ষোভ প্রকাশ করে লুই ফিগো ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন। আর প্রেসিডেন্ট হতে পারলে সংস্থাটির অধিকাংশ ব্যাপার পরিবর্তনের আশাবাদ জানান সাবেক পর্তুগিজ অধিনায়ক।
এদিকে ফিগোর প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণার পরে ব্যাপারটিকে ইতিবাচক ভাবে নিয়ে তার সমর্থনে এগিয়ে আসলেন সাবেক ক্লাব সতীর্থ রাউল গঞ্জালেস। তারা দু’জনেই রিয়াল মাদ্রিদের হয়ে এক সঙ্গে খেলেছেন। স্পেনের সাবেক তারকা রাউল জানান, ফিগোর ফুটবল অতীত অসাধারণ। আর ফুটবলের উন্নতিতে সে ভালো কাজ করবে।
ফিগোর প্রতিদ্বন্দ্বীতা করাকে ভালো সংবাদ মনে করে রাউল বলেন, ‘আমি মনে করি, সে প্রেসিডেন্ট হতে পারলে ফুটবলের উন্নতিতে কাজ করবে। আর আমি পুরোপুরি তার সমর্থনে কাজ করবো। ’
এদিকে রাউলের সঙ্গে সাবেক পর্তুগাল তারকা ডেকোও ফিগোকে সমর্থন জানিয়েছেন। বার্সেলোনার সাবেক তারকা ডেকো বলেন, ‘যদি সে নির্বাচিত হয়। তবে এটা হবে ফুটবলের জন্য দারুণ একটি সংবাদ। ’
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫