ঢাকা: এশিয়ান কাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে শনিবার মাঠে নেমেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। আর তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল দক্ষিণ কোরিয়া।
সিডনির এ এন জেড স্টেডিয়ামে এশিয়ার এ দুই পরাশক্তি'র ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ফাইনালে নামার আগে দ. কোরিয়া এই শিরোপাটির সঙ্গে পরিচয় হয়েছিল। এর আগে দুইবার এশিয়া কাপের শিরোপা জিতেছিল তারা। আর গতবার রানার্সআপ হয় অস্ট্রেলিয়া।
প্রথমবারের মত শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। ১৯৬০ সালের পর আর শিরোপা জিততে না পারা দ. কোরিয়া তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে নিতে চেয়েছিল।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই নিজেদের সেরাটা দিয়ে খেলতে থাকে। তবে, প্রথম লিড নেয় স্বাগতিকরা। দলের হয়ে গোল করেন টটেনহাম হটস্পারের সাবেক ফুটবলার ২২ বছর বয়সী অস্ট্রেলিয়ান মিডফিল্ডার ম্যাসিমো লুঙ্গো। ৪৫ মিনিটের মাথায় স্বতীর্থ ট্রেন্ট স্যাইন্সবারির অ্যাসিস্টে গোলটি করেন লুঙ্গো।
প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় দ. কোরিয়া। বিরতির পরে গোল শোধ দিতে মরিয়া দ. কোরিয়া কোনো গোলের দেখা না পেলে শিরোপা হাতছাড়ার হতাশা নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নেয়। তবে, দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে (৯১ মিনিটে) দলকে ম্যাচে ফেরান বায়ার্ন লেভারকুজেনের উঠতি তারকা হেউং মিন সং।
দ. কোরিয়ার হয়ে ৪০ ম্যাচ খেলা ২২ বছর বয়সী ফরোয়ার্ড হেউং মিন সংয়ের গোলটিতে অ্যাসিস্ট করেন কি সুং উয়েং। দ. কোরিয়া সমতায় ফিরলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
ম্যাচের ১০৫ মিনিটে আবারো লিড নেয় অস্ট্রেলিয়া। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন নিউক্যাসল আর জুভেন্টাসের সাবেক ফরোয়ার্ড ২৬ বছর বয়সী জেমস ত্রোইসি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অস্ট্রেলিয়া।
এর আগে ৯ জানুয়ারি ১৬টি দেশ নিয়ে শুরু হয় এশিয়ান কাপ ফুটবলের লড়াই।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫