ইয়াসির উবাইদ: সিলেটে আজ শনিবার শেষ হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের গ্রুপ পর্বের খেলা। টুর্নামেন্ট চলাকালীন সময়ে নিরাপত্তা চাদরে ঢাকা ছিল পুরো সিলেট।
গতকাল শুক্রবার সিলেট ছেড়েছে বাংলাদেশ দল। আর শনিবার সিলেট ছেড়েছে সিঙ্গাপুর ও থাইল্যান্ড ফুটবল দল। রোববার সকালে সিলেট ছাড়বে শ্রীলঙ্কা দলটি, শুধু থাকবে মালয়েশিয়া।
কিন্তু এখন চিন্তার বিষয় বঙ্গবন্ধু গোল্ডকাপের পরবর্তী খেলাগুলো নিয়ে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়। ওদিকে, বিএনপির ডাকা হরতাল যুক্ত হয়েছে। তাই স্বাভাবিক ভাবেই আয়োজকদের কপাঁলে চিন্তার ভাজ। প্রথমেই যে বিষয়টি সামনে চলে আসছে তা হল নিরাপত্তা।
আর এ বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখছে আয়োজকরা। তাই ভয়, নিরাপত্তার কথা ভেবেই ৫ ফেব্রুয়ারির প্রথম সেমিফাইনাল সিলেটে নাও হতে পারে। না হওয়ার সম্ভবনা আরো বাড়িয়ে দিলেন সিলেট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম। তিনি জানালেন, 'এখনও প্রথম সেমির টিকেট হাতে পায়নি তারা। তাই বিক্রি শুরু হয়নি। তবে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। ' তাই এখনই বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গড়াবে!
ওদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপের নিরাপত্তা ও ট্রাফিক সাব কমিটির চেয়ারম্যান ডিবি প্রধান শেখ মো: মারুফ হাসান জানালেন, 'আমরা প্রস্তুত। এখানে নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেয়া হয়নি। ' সিলেটের নিরাপত্তা নিয়ে তিনি জানালেন, সিলেটের বাইরে থেকে ১২’শ পুলিশ সদস্য এসেছে। আপনারা যেমনটি দেখেছেন সিলেটে, ঠিক একই ভাবে ঢাকাতেও পূর্ণ নিরাপত্তা দেয়া হবে। '
এখন দেখার বিষয় সিলেটের পরে এবার ঢাকাতে কতটুকু সফল হবে আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৫