ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কস্তা-ফ্যাব্রিগাসকে ছাড়াই মাঠে নামছে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
কস্তা-ফ্যাব্রিগাসকে ছাড়াই মাঠে নামছে চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। এ মৌসুমে দু’দলের মধ্যকার প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

বাংলাদেশ সময় রাত সাড়ে এগারটায় ম্যাচটি শুরু হবে।

নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলা হলেও স্বস্তি নেই চেলসি শিবিরে। তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে দলের বাইরে দিয়েগো কস্তা। অপরদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মধ্যমাঠের কান্ডারি সেস ফ্যাব্রিগাসও এ ম্যাচে খেলতে পারবেন না। কস্তার জায়গায় দিদিয়ের দ্রগবার উপর ভরসা রাখতে পারেন হোসে মরিনহো।

আজকের ম্যাচের মধ্য দিয়ে স্ট্যামফোর্ড ব্রিজে অন্যরকম অভিষেক ঘটতে যাচ্ছে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের। এ মৌসুমেই চেলসি থেকে ম্যানসিটিতে নাম লেখানোয় দীর্ঘ ১৪ বছর পর প্রতিপক্ষের হয়ে চেলসির মাঠে নামবেন ল্যাম্পার্ড। তার জন্য একটি আবেগময় ম্যাচই অপেক্ষা করছে।

ম্যানসিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি মধ্যমাঠের সেরা অস্ত্র ইয়াইয়া তোরেকে এ ম্যাচে পাচ্ছেন না। আফ্রিকান কাপ অব নেশনস এ জাতীয় দল আইভরি কোস্টের হয়ে খেলছেন তোরে। তোরে না খেললেও দলের সেরা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

উল্লেখ্য, চেলসির বিপক্ষে জিততে পারলে ব্লুজদের সঙ্গে ম্যানসিটির পয়েন্ট ব্যবধান পাঁচ থেকে দুইয়ে নেমে আসবে। এখন পর্যন্ত ২২ ম্যাচ শেষে ১৬ জয়, চার ড্র ও দুই পরাজয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। সমান ম্যাচে ১৪ জয়, পাঁচ ড্র ও তিন পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি। ৪২ পয়েন্ট নিয়ে তিনে সাউদাম্পটন ও ৪০ পয়েন্ট নিয়ে চারে ম্যানইউ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।