ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপে নিজেদের প্রথম ম্যাচে ভালো খেলেও শেষ পর্যন্ত থাইদের বিপক্ষে জয়ের স্বাদ পায়নি সিঙ্গাপুর। নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার বাহরাইনের মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুর।
ওদিকে বাংলার মাটিতে পা রেখেছে বাহরাইন দলটি। মধ্যপ্রাচ্যের দলটিকে বিবেচনা করা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে। কারণ ফিফা র্যাংকিংয়ে অনেক এগিয়ে বাহরাইন। দুটি দলই অনূর্ধ্ব-২৩ হলেও শক্তি ও যোগ্যতার বিচারে এগিয়ে বাহরাইনই।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দল দুটি মুখোমুখি হবে বিকেল ৫টায়।
বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, ফেব্রয়ারি ০১, ২০১৫