ঢাকা: মৌসুমের মাঝামাঝি এসে নিয়মিতভাবে পয়েন্ট হারাচ্ছে ইতালিয়ান ক্লাব রোমা। এবার ঘরের মাঠ স্তেদিও অলিম্পিকোতে দুর্বল এম্পেলির কাছে ১-১ এ ড্র করে পয়েন্ট খোয়ালো দলটি।
এদিন অবশ্য দু’দলের দুই ফুটবলার খেলার প্রথোর্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। খেলার ৩৭ মিনিটে রোমার ফুটবলার কোনস্তানতিনোস মানোলাস নিজেদের বক্সে গুরুতর ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান আর সেই সুবাদে পেনাল্টি পায় এম্পোলি। আর পেনাল্টি থেকে গোল করে দলের লিড এন দেন মাসিমিও মাসারোনে।
এদিকে খেলার ৪৩ ও প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুবার ফাউল করা এম্পোলি ফুটবলার রিকার্ডো স্পাওনারা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দু’দলই দশ জনের দলে পরিণত হয়। পরে খেলার প্রথমার্ধ লিড নিয়েই বিরতিতে যায় এম্পোলি।
এদিকে বিরতি থেকে ফিরে খেলায় সমতা আনতে মরিয়া রোমা খেলার ৫৭ মিনিটে মাইকনের গোলে সমতা ফিরে। এ গোলে সহায়তা করেন মিরালেম পাজানিকের।
খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫